জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০১ নভেম্বর ২০১৬

চুয়াডাঙ্গার জীবননগরে জন্ম নেয়া পেট জোড়া লাগানো জমজ শিশু হাসি-খুশি অবশেষে মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পেট জোড়া লাগা জমজ শিশুদের পৃথক করার জন্য চিকিৎসকরা নানা পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। শেষ পর্যন্ত অপারেশনের পূর্বেই তারা মারা গেছে বলে তাদের বাবা মুকুল মিয়া জানিয়েছেন।

গত ১৯ অক্টোবর উপজেলার গয়েশপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী সীমা খাতুন জীবননগর শহরের আদর্শ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অস্ত্রপাচারের মাধ্যমে পেট জোড়া লাগা জমজ শিশু দুটির জন্ম দেন।

সালাউদ্দীন কাজল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।