গুলিবিদ্ধ ৮ জেলে বরিশাল শেবাচিম হাসপাতালে


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বঙ্গোপসাগরের সোনারচরে মাছধরা ট্রলারে জলদস্যূদের গুলিতে আহত ৮ জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলেদের সার্জারি ইউনিট-তিনে ভর্তি করা হয়।

ডাকাতদের ছোড়া গুলিতে আহত ট্রলারের মাঝি মো. ফোরকান মিয়া জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি দেখতে পান তার বোটের পেছন থেকে আরেকটি  ট্রলার ধেয়ে আসছে। জলদস্যূদের ট্রলার বলে বুঝতে পেরে তিনি জাল কেটে দিয়ে ট্রলার চালাতে থাকেন।

এসময় ডাকাতের ট্রলার থেকে গুলি করা হলে তাদের ট্রলারে থাকা তিনিসহ অপর তিনটি ট্রলার মিলিয়ে আটজন জেলে গুলিবিদ্ধ হন।

এরপরও ফোরকান মিয়া ট্রলার চালিয়ে নিরাপদে চলে যান।

তিনি আরো জানান, তাদের সাথে থাকা মাছধরা ৪টি ট্রলারেই জলদস্যূরা গুলি চালায়। তার ট্রলার থেকে শতাধিক রাউন্ড গুলির খোসা পুলিশ উদ্ধার করেছে।

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দাশ রনবীর জানান,  আহতদের কপালে, ঘারে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। গুলিবিদ্ধরা সবাই আশঙ্কামুক্ত। অপারেশন করে গুলি বের করা হবে।

# বঙ্গোপসাগরে ৮ জেলে গুলিবিদ্ধ

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।