পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাওছার মো. নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে পলাশবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার শিপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী বরখাস্তের বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পরিপত্রে উভয়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, নজরুল ইসলাম গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও আবু তালেব সরকার পলাশবাড়ি সদর ইউনিয়ন জামায়াতের আমির।
এমএএস/আরআই