যশোরে বোমা নিষ্ক্রিয়কালে সেনাসহ আহত ৫


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

যশোর কোতোয়ালি মডেল থানায় বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে চার সেনা সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রোববার দুপুরে কোতোয়ালি থানার অভ্যন্তরে মালখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন যশোর সেনানিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট বাবর আলী, সৈনিক কোরবান আলী, চালক তারেক এবং মালখানার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জাফর।

জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, বিভিন্ন সময় পুলিশের অভিযানে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করতে রোববার সেনাবাহিনীর একটি টিম কাজ করছিল। এ সময় একটি বোমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) শাকিল জানিয়েছেন, বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে সেনা সদস্য বাবর আলী, কোরবান আলী ও তারেক এবং পুলিশ সদস্য আবু জাফরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের নির্দেশে প্রতিমাসে সেনাবাহিনীর একটি দল কোতোয়ালি থানার অভ্যন্তরে বোমা নিষ্ক্রিয় করে থাকে। ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে রোববার এরকম ৫/৭টি মামলার আলামত আদালতের নির্দেশে নিষ্ক্রিয় করার সময় আকস্মিকভাবে একটি বোমার বিস্ফোরণ ঘটে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।