দিনাজপুরে পুলিশ-জামায়াত সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫
দিনাজপুরে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২৫জন আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১১টার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাণীরবন্দর বাজার এলাকায় নাশকতার মামলায় অভিযুক্ত আসামী জামায়াত কর্মী খোদাবক্সকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা জানতে পেয়ে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের উপর হামলা চালায় এবং গ্রেফতারকৃতকে ছিনিয়ে নেয়। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ পুনরায় খোদাক্সকে গ্রেফতার এবং হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান চালালে হামলাকারীরা আবারও হামলা চালায়। পরে পুলিশ হামলাকারীদের উপর গুলি ছুড়লে খোদাবক্স (৩৮) ও মতিয়ার (৩২) নামের দুইজন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়। দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে পাচঁজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে র্যাব ও বিজিবি সদস্য মোতায়েরন রয়েছে।
এএইচ/এমএস