হরতালেও ৫ ঘণ্টা খোলা থাকবে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল, অবরোধে সিলেটে ৫ ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার সংবাদ সম্মেলন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য সচিব নাজমুল হক এ কথা জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান সহিংসতায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। তাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে। এ ধরণের সহিংস কর্মসূচি প্রত্যাহার না হলে তাদের পক্ষে ঘরে বসে থাকা সম্ভব নয়। প্রয়োজনে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিব সিকদার, আলাউদ্দিন আলো, আক্তার আহমদ সোহেল, যুগ্ম-সচিব আব্দুর রহমান রিপন।

এছাড়া পরিষদ’র জেলা কমিটির উপদেষ্টা মতছির আলী, সাংগঠনিক সম্পাদক এইচ এম তফাদার রুহেল উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।