রাবি শিক্ষকের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যের শোক
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. গোলাম মোর্শেদের (৭৯) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তিনি তার জীবদ্দশায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতিতেও কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এবং তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার বাদ আসর ঢাকায় গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে।
এমএএস/আরআই