গাজীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
গাজীপুর সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে। নিহতরা হলেন স্বামী মনিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ময়না বেগম (৩০)।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন-অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। মনিরুল-ময়না দম্পতি মনিপুর মধ্যপাড়া এলাকার জনৈক হানিফের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এলিগেন্ট পোশাক কারখানায় (গার্মেন্ট) চাকরি করতেন।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে ঘরের মেঝে থেকে ময়না বেগমের এবং ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মনিরুলের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর কোনো এক সময় ওই ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সাথে গলায় ওড়নায় পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে মনিরুল। তবে কী কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
বিএ/আরআইপি