ট্রলারডুবি : নিহতদের দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

তালতলীতে ট্রলার ডুবির ঘটনায় নিহত সাতজনের দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে শুক্রবার রাতে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন।

নিহতরা হলেন-কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার হোসেনপুরের জয়নাল হাওলাদার (৬০), লক্ষ্মীরহাটের শফিজ উদ্দিন (৫৫), নয়ামিস্ত্রী পাড়ার আমির আলি (৪২), দিয়ার আমখোলার ইউসুফ মাঝি (৪৫), খাজুরার আবু নাঈম (৯), মহিপুরের আলী হোসেন (৩৫) ও কুয়াকাটার পাঞ্জুপাড়ার হারুন মুন্সী (৩৭)। এদের মধ্যে শফিজ উদ্দিনের মৃতদেহ বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গায় ও ইউসুফ মাঝির মৃতদেহ ভোলায় স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে দুই শতাধিক মুসল্লি  ট্রলারে করে কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দর থেকে বামনা উপজেলার চলাভাঙ্গা দরবার শরিফে মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর মোহনায় ট্রলারটি ডুবে যায়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।