বগুড়ায় রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধের প্রতিবাদে বগুড়া জেলায় রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে  ২০ দলীয় জোট।

জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম শনিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন। শনিবার সকাল ৯টায় শহরের খান্দার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে হরতালের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার  সামছুল হক, বিএনপি নেতা তাহাউদ্দিন নাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শখার সভাপতি আজগর আলী প্রমুখ।

সমাবেশে সাইফুল ইসলাম হরতালের ঘোষণা দিয়ে বলেন, জোটের নেতাকর্মীসহ বগুড়াবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।