গাইবান্ধায় বিশেষ অভিযানে আটক ১৪
গাইবান্ধা জেলায় বিভিন্ন নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলা সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে চাননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পেট্রেলবোমা মেরে মানুষ হত্যা মামলা ও জেলার ছয় থানায় নাশকতা মামলার আসামী হিসেবে ১৪ জন আসামী রয়েছেন।
তিনি আরও জানান, গ্রেফতাররা বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
এআরএস/এমএস