বরগুনায় বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ৫


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বরগুনা জেলার আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোজাম্মেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি- নিহত মোজাম্মেল ডাকাত দলের সর্দার ছিলেন। ওই ঘটনায় পুলিশের পাঁচ কনস্টেবল আহত হয়েছেন। এছাড়া ছয় জনকে আটক করা হয়েছে। উপজেলার গুঁড়িশাখালীতে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।