ট্রেন লাইনের ফিস প্লেট উৎপাটন, বগি লাইনচুত্য


প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীতে ট্রেন লাইনের ফিস প্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচুত্য হয়েছে। শুক্রবার গভীর রাতে জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দুরে এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ওসি ফরহাদ হোসেন জানান, লোকাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী যাচ্ছিল। পথে ললিতনগর স্টেশনের কাছে আসলে ট্রেনটি লাইনচুত্য হয়। নাশকতাকারীরা রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।
তবে ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, আমনুরা স্টেশন উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌছেছে। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।