রাজশাহীতে শাহরিয়ার আলমের জনসভায় ককটেল হামলা
রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের জনসভায় ককটেল হামলা ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে প্রতিমন্ত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশজুড়ে জামায়াত-বিএনপির সহিংসতার প্রতিবাদে বাঘা উপজেলার মীরগঞ্জ হাই স্কুলে স্থানীয় আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মাগরিবের নামাজের পর তিনি বক্তব্য শুরু করার ১০ মিনিট পরেই মঞ্চের পেছন দিকে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশ এ সময় ফাঁকা গুলি করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মঞ্চের পেছন দিকে ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশ প্রতিমন্ত্রীকে নিরাপদে সরিয়ে আনেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে ‘স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ এ হামলা চালিয়েছে’- এ দাবি করে ককটেল হামলার পর সেখানে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষ থেমে যাওয়ার পর পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানান ওসি আমিনুর রহমান।
আরএস/পিআর