কাওড়াকান্দিতে লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৬ আগস্ট ২০১৪

লঞ্চডুবির ঘটনায় শিবচরের কাওড়াকান্দি ঘাটের ইজারাদার আব্দুল হাই শিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। এ খবরে বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেন লঞ্চ ও স্পিডবোটের মালিক-শ্রমিকরা। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

তবে দুপুর ১২টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। লঞ্চগুলোতের ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়ে কাওড়াকান্দি ছাড়ছে বলে জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। চার ঘণ্টা পর সকাল ১০টায় একটি লঞ্চ কিছু যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাট ছেড়ে যায়। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকার কারণ জানতে চাইলে কোনো মন্তব্য করেনি কাওড়াকান্দি ঘাট কর্তৃপক্ষ। দুপুর ১২টার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।