বরিশালে গ্রেফতার আতঙ্কে ভোট দিতে পারেননি ১৫ আইনজীবী


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ১৫ জন আইনজীবী। তারা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক সহিংসতার মামলার আসামি হয়ে তারা পলাতক রয়েছেন। এর মধ্যে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল উল্লেখযোগ্য।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরামহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী হয়েছেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাজিমউদ্দিন আলম পান্না।

অন্যদিকে আওয়ামী লীগ ও সমামনাদের সমর্থিত সম্মিলিত আইজনীবী সমম্বয় পরিষদে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আনিছউদ্দিন শহীদ ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট কাজী মনিরুল হাসান নির্বাচনে লড়ছেন।।

নির্বাচনে মোট ভোটার ৭৯৮ জন। এর মধ্যে ৭১২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।