সাভারে সন্ত্রাসী হামলায় আহত ঝুট ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত: ০১:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

সাভারে পূর্ব শক্রতার জের ধরে ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়ার (৪০) দুই হাত কেটে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার ঝুট ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা ঝুট ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুট ব্যবসায়ী বাপ্পীর দুই হাত কেটে দেওয়ার মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার হালিম ও তার লোকজনেরা অতর্কিত হামলা চালিয়ে ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানার ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়াকে ধারালো অস্ত্র-সস্ত্র ও লাঠি সোটা নিয়ে কুপিয়ে আহত করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা ঝুট ব্যবসায়ীকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।