নড়াইলে পুলিশের অভিযানে আটক ১৯


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের দুইকর্মীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সদর থানায় সাতজন, লোহাগড়া থানায় চারজন, নড়াগাতী থানায় ৫ জন এবং কালিয়া থানায় পাঁচজন রয়েছে। এদের মধ্যে নড়াইল সদর থানায় দুইজন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী রয়েছেন।

তারা হলেন সদর উপজেলার সাধুখালী গ্রামের রফিক জমাদ্দারের ছেলে বিএনপিকর্মী জাহাঙ্গীর জমাদ্দার (৪৫)  এবং বাহিরডাঙ্গা গ্রামের আব্দুল হকের ছেলে বিএনপিকর্মী আলমগীর (৩৬)।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির দুইকর্মী এবং মামলা ও বিভিন্ন অভিযোগ আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।