ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে আটক ৮৪


প্রকাশিত: ০৪:২২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম জানান, আটক ২০ দলীয় জোটের নেতাকর্মীদের চলমান হরতাল-অবরোধে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ জন নেতাকর্মী রয়েছেন, বাকিরা নিয়মিত বিভিন্ন মামলার আসামি।

নাশকতা ঠেকাতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।