পটিয়ায় অটোরিকশায় পেট্রোলবোমা, দগ্ধ ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সিএনজি চালিত একটি অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমার আগুনে চালকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় সহিংসতার এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- অটোরিকশার চালক আমজাদ, ইদ্রিস, সাজ্জাদ, রহিম ও কালাম। এদের মধ্যে ইদ্রিস ও সাজ্জাদের অবস্থা আশঙ্কাজনক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন জানান, অটোরিকশার চালক চারজন যাত্রী নিয়ে দৌলতপুর এলাকা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। যাত্রী নিয়ে চালক রওয়ানা দেওয়ার পরপরই দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে অটোরিকশায় আগুন ধরে যায়। এতে চালকসহ অটোরিকশায় থাকা পাঁচজনই দগ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।