ওমানে ৪ বাংলাদেশির মৃত্যু : লক্ষ্মীপুরের শিপনের বাড়িতে আহাজারি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ওমানের নিউ সানাইয়া শহরের দর্জি (টেইলার্স) দোকানে অগ্নিদগ্ধ হয়ে ৪ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের শিপন (২৩) নামের একজন রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর খবরে বাড়িতে মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে যেন পুরো এলাকায় শোকের মাতম চলছে। বুধবার ভোররাতে ওমানে অগ্নিকাণ্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিপন উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের আবুল বাশার মাঝির ছেলে। দুই বছর আগে শিপন ওমানে যান, সেখানে একটি দর্জি দোকানে চাকরি করতেন।

নিহত শিপনের বাবা বাশার মাঝি জানান, ওমান থেকে প্রতিবেশি কবির হোসেন মৃত্যুর বিষটি নিশ্চিত করে বলেন, রাতে ওই দোকানে শিপনসহ ৪ বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি কাজ শেষে ঘুমিয়ে পড়েন। ভোররাতের দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। মৃতদেহ দেশে আনতে পরিবার থেকে সহযোগীতা চাইলে প্রশাসনিক ও ব্যক্তিগতভাবে সহযোগীতা করা হবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।