কৃষিকাজ করেও মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তানভীর


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৪ অক্টোবর ২০১৬

তানভীরুল ইসলাম। ভোলার লালমোহনের অন্নদা প্রসাদ গ্রামের কৃষক বাবার ছেলে। বাবাকে সাহায্য করতে নিজেও ক্ষেত খামারে কাজ করেছে অহনিশি।

পরিশ্রমের কাছে দারিদ্র্যতা বাধা হয়ে ওঠতে পারে নি। এবার সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে। তানভীর গজারিয়া ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসিত জিপিএ-৫ পেয়েছে।

সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে তারভীর খুব খুশি। দরিদ্র্য বাবা ও মায়ের স্বপ্ন পূরণ হবে।

ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জানান, তারভীরের জন্য তারাও গর্বিত। ওর লেখাপাড়ায় সহযোগিতা করতেও তিনি আগ্রহী।
 
তানভীর বলেন, এমবিবিএস পাস করে ভালো চিকিৎসক হবেন। এটা তার লালিত স্বপ্ন।  তার স্বপ্ন পূরণে পরিবারের আর্থিক পিছুটান ঝেড়ে ফেলে বাবা নজরুল ইসলাম ছেলের লেখাপড়ায় সাহস যুগিয়েছেন।

গজারিয়া ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন জানান, তানভীরের মেধা ও আগ্রহ দেখে তাকে বিনা বেতনে পড়াসহ সব ধরনের সহযোগিতা করা হয়। ফলে এইচএসসিতেও তার সাফল্য আসে। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।    

অমিতাভ অপু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।