আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

আশুলিয়ায় একটি যাত্রীবাহী (ঢাকা মেট্রো-জ-১৪-৩২৩৫) বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রউফগেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানায়, সোমবার রাত পৌনে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে থেকে ৮-১০ জন যাত্রী বাসটিতে উঠে। গাড়িটি রউফ গেটের কাছাকাছি পৌঁছলে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে ভয় দেখিয়ে গাড়ির চাবি ছিনিয়ে এবং যাত্রীদেরকে নামিয়ে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে মহিলাসহ কমপক্ষে ৫ যাত্রী আহত হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি উদ্ধার করে থানায় আনা হলেও আগুন দেয়ার সাথে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।