গাইবান্ধায় বোমা হামলায় দগ্ধ আরো একজনের মৃত্যু


প্রকাশিত: ১১:১২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধায় রাতের আধাঁরে যাত্রীবাহী বাসে হরতাল-অবরোধকারীদের পেট্রল বোমা হামলায় দগ্ধ আবুল কালম আজাদ (৪০) নামে আরেক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন শিশুসহ মোট ৮ জনে।

রোববার দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পাঠানপাড়া সুন্দরবন সিচাটঙ্গীপুর গ্রামে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ রাজেউন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় বাসে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২৯ জন।

উল্লেখ, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর থেকে নাপু এন্টারপ্রাইজের একটি বাস ৪০ জনের অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তুলসীঘাট এলাকায় বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধকারী।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।