বগুড়ায় পেট্রলবোমায় দগ্ধ একজনের মৃত্যু


প্রকাশিত: ০২:৩৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমা হামলায় দগ্ধ চারজনের একজন মারা গেছেন। রোববার সকালে তিরি মারা যান।

এর আগে শনিবার রাত ৯টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের রুপিহার এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ হামলায় ট্রাকচালক ও তার সহকারীসহ চারজন দগ্ধ হন।

পরে দগ্ধদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, পণ্য খালাস করে ট্রাকটি নাটোর থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করে। পথে রুপিহার এলাকায় পৌঁছালে পেট্রলবোমা হামলায় ট্রাকটিতে আগুন ধরে যায়।

তিনি জানান, নাশকতার জন্য ককটেল ও বোমা বহন করার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় তারা অভিযান চালায়।

এ সময় সদর থানা শিবিরের সভাপতি মশিউর রহমান এবং শিবির কর্মী ইউসুফ ও রাজুর কাছে থাকা দুটি ব্যাগে ১২টি ককটেল ও ২টি পেট্রলবোমা পাওয়া যায়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।