রাঙামাটিতে ভবন ধসে বাবা-মেয়েসহ নিহত ৩


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে একটি তিনতলা ভবন কাপ্তাই হ্রদে ধসে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে ওই ভবনের অন্তত ৫ সদস্য আটকা পড়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার ব্রিগেড উদ্ধার তৎপরতা শুরু করেছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।  

নিহতরা হলেন- মো. জাহিদ ড্রাইভার (৪০) ও তার মেয়ে পিংকি আক্তার (১৩) এবং উম্মে হাবিবা (২২)। ভবন থেকে উদ্ধার করে রাঙামাটি ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে টিনের ছাদ দেয়া ভবনটি পানিতে হেলে যেতে দেখা যায়। ভবনটি হেলে যাওয়ার পরপর দু-তিনজন বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখনো ৫ জন ভবনের ভেতর আটকে আছেন।

জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার হাসান তারিকুল হাসান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল শামসসহ বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

জানা যায়, কাপ্তাই লেক দখল করে পানির ওপর তিন তলাবিশিষ্ট পাকা বাড়িটি নির্মাণ করেন স্থানীয় ঠিকাদার তৈয়ব। এরপর একাধিক পরিবারকে ভাড়া দেন বাড়িটি। বর্তমানে বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় একাধিক পরিবার বসবাস করছে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।