কনস্টেবল শামীমের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

পুলিশ কনস্টেবল মো. শামীম মিয়ার (২৮) দাফন সম্পন্ন হয়েছে। নিজ বাড়ী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিতপুর গ্রামে শুক্রবার বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজা নামাজে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্নীয়-স্বজনসহ এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার ভোর ৪টার সময় লাশ গ্রামের বাড়িতে পৌছিলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এদিকে, ছেলে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন বৃদ্ধ বাবা লাল মিয়া (৬৫) ও বৃদ্ধা মা সাজিদা বেগম (৫৮)। আর স্ত্রী বিলকিস আক্তার, ভাই-বোন ও স্বজনদের যেন কান্না থামছেনা কিছুতেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে লাশ নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ লাইনে। পরে বাদ মাগরিব পুলিশ লাইন মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রশাসনের কর্মকর্তার উপস্থিতিতে শামীমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।