স্কয়ারে লাইফ সাপোর্টে সিলেটের সেই ছাত্রী


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৪ অক্টোবর ২০১৬

রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সোমবার বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে তাকে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র।  

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক ডা. মীর্জা নিজামউদ্দিন জাগো নিউজকে জানান, ধারাল অস্ত্রের উপর্যুপরি আঘাতে মাথায় গুরুতর আহত নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি আইসিইউতে অবস্থান করছেন জানিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

গতকাল দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হন তিনি।



এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।