রাজশাহীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার সীমান্তবর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ১৯ সদস্যের বিজিবি প্রতিনিধি দলেন নেতৃত্ব দেন ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম। অন্যদিকে, ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট সাতিশ কুমার।

ওই বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বী-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হয়। এসময় সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বিত টহলসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাতে উভয় পক্ষ সম্মত হয়। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে উদ্ভুত যে কোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে যে কোন সময় ব্যাটালিয়ন অথবা কোম্পানি অথবা বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে ঐক্যমতে পৌছায় দু’পক্ষ। বিকেলে ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।