গাজীপুরে চলন্ত বাসে পেট্রলবোমা, দ্বগ্ধ ৫
গাজীপুরে বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে দুর্বৃত্তের ছোঁড়া পেট্রলবোমায় দুই শিশুসহ পাঁচ যাত্রী দ্বগ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দ্বগ্ধরা হলেন সবুজ (২), রাকিব (১২), নুরুন্নবী (২৬), মঞ্জুরুল ইসলাম (৩২) ও সোহেল রানা (৩৪)। এদের প্রথমে গাজীপরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রাত ৮টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসটি গাজীপুর পুলিশ লাইনের পশ্চিমে ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
এতে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভায়। আগুনে বাসটির সামনের কিছু অংশ পড়ে গেছে। এ ঘটনায় পাঁচজন দ্বগ্ধ হওয়া ছাড়াও বাস থেকে নামতে গিয়ে অন্তত আরও চার যাত্রী আহত হয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, রাত পৌনে ৯টার দিকে আক্রান্ত বাসের যাত্রী সবুজ, রাকিব, নুরুন্নবী, মঞ্জুরুল ইসলাম ও সোহেল রানাকে পুলিশ ও এলাকাবাসী নিয়ে আসেন।
এদের মধ্যে নুরুন্নবী ও রাকিবের অবস্থা বেশি খারাপ। তাদের দেহের ২৫ শতাংশ পুড়ে গেছে। পরে উন্নত চিকিৎসার জন্যে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ/এমএস