এক উরুতে দুই শিশু


প্রকাশিত: ০২:০৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের শহিদা বেগম নামে এক গৃহবধূ এক উরুতে দুই কন্যা শিশু প্রসব করেছেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই গ্রামের শহিদুল ইসলামের কন্যা শহিদা বেগমের (২২) প্রসব বেদনা শুরু হলে স্থানীয় ধাত্রীদের সহযোগিতায় স্বাভাবিকভাবে যমজ শিশুর জন্ম হয়। প্রসবের পর ধাত্রীরা এবং তার স্বজনরা যজম শিশু দুটিকে কোলে নেওয়ার সময় দেখতে পান তাদের দুজনের উরু জোড়া লাগানো। কিন্তু তাদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক। এ খবর শুনেই এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় শুরু করেছেন। ভিড় সামলাতে এলাকাবাসি ও গ্রাম পুলিশ হিমশিম খাচ্ছেন।

তবে তাদের দুজনের পায়ু পথ একটি। শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রসূতিসহ উরুতে জোড়া লাগানো যমজ কন্যা শিশু দুটি সুস্থ আছে।
 
৮ বছর আগে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার সঙ্গে শহিদা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারটির দাবি উন্নত চিকিৎসার মাধ্যমে যমজ শিশু দুটিকে আলাদা করা সম্ভব। নিম্ন আয়ের পরিবার হওয়ায় তাদের পক্ষে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। এ কারণে সমাজের বিত্তবান ও স্ব-হৃদয় ব্যক্তির নিকট আর্থিক সহযোগিতা কামনা করছেন তারা।

অমিত দাশ/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।