বান্দরবানে হাতির আক্রমণে শিশু নিহত


প্রকাশিত: ১০:২৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বান্দরবান পার্বত্য জেলার টংকাবর্তী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকায় বন্য হাতির আক্রমণে তারেক (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দক্ষিণ হাঙ্গর এলাকার নুরুল আলমের খামার বাড়িতে বন্য হাতির দল আক্রমণ করে। ভয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও গৃহকর্তার চার বছরের শিশু মো. তারেক ঘরের মধ্যে রয়ে যায়। বন্য হাতি এসময় শিশুটিকে আছড়িয়ে মারে।

বান্দরবানের টংকাবতি ইউনিয়নের চেয়ারম্যান পূর্ণচন্দ্র বলেন, বন্য হাতি কয়েকটি কাঁচা ঘর ও ফলের বাগান নষ্ট করাসহ এক শিশুকে হত্যা করে।

এমএএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।