এবার পুরস্কার ঘোষণা করলেন রংপুর সিটি মেয়র


প্রকাশিত: ১১:২৬ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

কেউ বোমা মেরে রংপুরের রাজনীতি উত্তপ্ত করতে চাইলে সেই বোমাবাজকে ধরিয়ে দিলে তাকে রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

হরতাল অবরোধ বন্ধ না হলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ব্যক্তিরা চোর ডাকাতি শুরু করবে। তাই অবিলম্বে দুই দল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। সোমবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতির মানববন্ধনে এসব কথা বলেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

রাজনৈতিক দলসমূহের প্রতি আকুল আবেদন জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর মহানগর সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ জাভেদ হাসান, যুগ্ম প্রচার সম্পদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সিরাজুল উসলাম সিরাজ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতি, মেডিকেল মোড় দোকান মালিক সমিতি, মডার্ন মোড় দোকান মালিক সমিতি, সাতমাথা দোকান মালিক সমিতি, লালবাগ দোকান মালিক সমিতি, সিটি বাজার দোকান মালিক সমিতি, সেন্ট্রাল রোড দোকান মালিক সমিতি, শাপলা চত্বর দোকান মালিক সমিতি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতি, দরজি মালিক সমিতি, সুপার মার্কেট দোকান মালিক সমিতি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।