ত্রিপুরা গেল বাংলাদেশের প্রতিনিধি দল


প্রকাশিত: ১০:১১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

তিন দিনব্যাপি সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ত্রিপুরা গেছেন বাংলাদেশের ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিনিধি দলটি ত্রিপুরা প্রবেশ করে। প্রতিনিধি দলে ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

ত্রিপুরার রাজ্য অতিথিশালায় এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রিপুরায় যাওয়ার আগে আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় প্রতিনিধি দলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, সম্মেলনে দু`দেশের সীমান্তর সমস্যা, মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এই সীমান্ত সম্মেলনের মধ্য দিয়ে দু`দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, সম্মেলন শেষে আগামী ৪ ফেব্রুয়ারি প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।