সনদ জালিয়াতির অভিযোগে সাব-রেজিস্ট্রার গ্রেফতার


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) দায়ের করা মামলায় কক্সবাজারের পেকুয়ায় উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলা পরিষদস্থ সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকেলে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত পরিতোষ কুমার দাশ রাজধানী ঢাকার সুত্রাপুর থানার টিকাটুলি হাটখোলা রোডস্থ ৩৫নং অফিসার্স ভবনের বাসিন্দা ইন্দ্র ভোষন দাশের ছেলে। তিনি চকরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রারের পাশাপাশি পেকুয়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার।

পুলিশ ও দুদুক সূত্র জানায়, পরিতোষ কুমার দাশের বিরুদ্ধে শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগে গত বুধবার (২১ সেপ্টম্বর) ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করা হয় (যার নং-১৯/১৬)। দুদুক চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আহমদ ফরহাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আহমদ ফরহাদ জানান, পরিতোষ কুমার দাশ এইচএসসি পাস। কিন্তু তিনি এমএসসির সনদ জালিয়াতি করে সাব রেজিস্ট্রার পদে নিয়োগ পান। যা গুরুতর অপরাধ। ওই পদে থেকে তিনি রাষ্ট্রের ১১ লাখ ১২ হাজার ৬ শত ৩৬ টাকা আত্মসাত করেন।

জানা গেছে, গত বছরের ১৯ আগস্ট পেকুয়ার অতিরিক্ত সাব-রেজিস্ট্রার হিসেবে পরিতোষ কুমার দাশ যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সাব-রেজিস্ট্রার অফিসে একই পদে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, তিনি ১৯৮৫ সালের ২৭ মে সরকারি চাকরিতে নিয়োগ পান। ২০০৯ সালের ৯ সেপ্টম্বর পদোন্নতি পান। নিবন্ধকের মহাপরিদফতরে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন তিনি। তার বাবা ইন্দ্র ভোষন দাশ মুজিব নগর অস্থায়ী সরকারের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। মুক্তিযুদ্ধা কোটায় এরশাদ সরকার সে সময় পরিতোষ কুমার দাশকে চাকরিতে নিয়োগ দেন।

সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।