রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ এএম, ৩০ জুন ২০১৪

মোটর শ্রমিক নেতাদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনয়ন। সোমবার সকালে হঠাৎ করেই এ ধর্মঘটের ডাক দেয় তারা।

ধর্মঘটের কারণে রংপুরের ৪০টি সড়কসহ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে শ্রমিকদের আকষ্মিক এ ধর্মঘটের ফলে বিভিন্নরুটে চলাচলকারী হাজার হাজার মানুষ বিপাকে পড়েছে।

উল্লেখ্য, রোববার দিনগত রাতে রংপুরের আমতলি এলাকায় মোটর শ্রমিকদের সঙ্গে ব্যাটারি চালিক অটোরিকশা শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসলে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।