খুলনায় পুকুর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

খুলনায় পাশাপাশি দুটি পুকুর থেকে স্বামী খশরুল মোল্লা (৪০) ও তার স্ত্রী লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার সকাল ৮টায় জেলার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ঈদের দিন রাতে ওই এলাকার উত্তর পাড়ার ম্যাগনেট (পিলার) ব্যবসায়ী আরজ আলী, কামাল, তরিকুলের কাছে খসরুল ও লিপির যাওয়ার কথা ছিলো। সে অনুযায়ী তারা বাড়ি থেকে বের হন। পরে তাদের আর কোন খবর পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ দুটি পুকুরে দুই জনের মৃতদেহের খবর জানতে পেরে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ দুটির শরীরে আঘাত ও ক্ষত চিহ্ন রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ওসি বলেন, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কামাল ও আরজ আলীকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, খশরুল ও লিপি তিন সন্তানের বাবা-মা ছিলেন। বর্তমানে লিপি গর্ভবতী ছিলেন। খশরুল নিজেও ম্যাগনেট ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আলমগীর হান্নান/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।