নাসিক কর্মচারীদেরকে মারধর


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কর্মচারীরা। এ সময় ময়লা বহনকারী একটি ট্রাকও ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লা আবর্জনা ফেলার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, লিংক রোডে স্টেডিয়ামের সামনে ময়লা আবর্জনা ফেলায় গত সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এ কারণে মঙ্গলবার ময়লা ফেলা বন্ধ করে প্রতিবাদ করে সিটি করপোরেশনের কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে ময়লা ফেলার সময়ে স্থানীয় লোকজন লাঠিসোটা ও রড নিয়ে নাসিক কর্মচারীদের ওপর হামলা চালায়। পরে সিটি করপোরেশনের কর্মচারীরা ফেরত আসেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।