পঞ্চগড়ে ডাব্লিউইএবি’র উদ্যোগে নারীদের সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ আগস্ট ২০১৪

পঞ্চগড়ে উইম্যান ইন্ট্র্যাপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডাব্লিউইএবি) পঞ্চগড় চ্যাপ্টারের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় মোটর মালিক সমিতি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ডাব্লিউইএবি’র প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করে তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করার বিষয়ে আলোচনা করা হয়।

পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী শাহেদ ফাউন্ডেশনের সিইও মমতাজ এফ চৌধুরী, ডাব্লিউইএবি’র দিনাজপুরের সভাপতি জেবা পারভীন, জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় শাখার চেয়ারম্যান রেজিয়া ইসলাম, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এস এ মাহমুদ সেলিম, অ্যাডভোকেট রীনা পারভীন, প্রভাষক জেবুন্নাহার, শিক্ষক জাকিয়া আনোয়ার, ইয়াসমিন আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার শাহীন, দিলকুশা প্রধান বিপ্লবী, দিলারা বেগম প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বিভিন্ন নারী সংগঠনের উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।