বুধবার চৌদ্দগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে আসামি করায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম রাব্বানী নয়ন বাঙ্গালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর হুকুম দেয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ কার্যক্রম চলবে বলেও উল্লেখ করেন।
উলেখ্য, রোববার বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলায় হায়দারপুল এলাকায় একদল যুবক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করে। এসময় তারা চট্টগ্রামগামী হাওলাদার কার্গো সার্ভিসের পণ্যবাহী একটি কার্ভাডভ্যানে আগুন দেয়। এঘটনায় থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এমএএস