কাশিমপুর কারাগার এলাকা পরিদর্শনে গাজীপুরের এসপি


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৩১ আগস্ট ২০১৬

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকা পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার বেলা সোয়া ২টার দিকে তিনি কাশিমপুর কারাগারে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
কারা ফটকের সামনে পুলিশ সুপার জানান, কাশিমপুর কারাগার এলাকাসহ আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। আজ নামমাত্র একটি হরতাল থাকলেও পুলিশ সর্বত্র তৎপর রয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

তিনি আরো জানান, ফাঁসি কখন কোথায় হবে তা কারা কর্তৃপক্ষ বলতে পারবেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।