রাজশাহীতে ট্রাকে আগুন, চালক ও হেলপার দগ্ধ


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

রাজশাহীর চারঘাটে অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে ট্রাকের চালক ও হেলপার। রোববার রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার হেমন্তের মোড়ে এ ঘটনা ঘটে। ট্রাকটি চারঘাটে একটি ইটভাটায় পণ্য নামিয়ে পুঠিয়ার উদ্দেশ্যে ফিরছিলো। দগ্ধ চালক পুঠিয়া সদর এলাকার ষষ্টির ছেলে কার্তিক (৩৪) ও হেলপার একই উপজেলার ঝলমলিয়া এলাকার নবীনের ছেলে শাহাবুল (২৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারঘাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মতুর্জা জানান, চারঘাটে ইটের ভাটায় মাটি নামিয়ে দিয়ে চারঘাটের হেমন্তের মোড়ে আসছে অবরোধকারীরা ট্রাকটি লক্ষ্য করে দুইটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। ওই সময় ট্রাকের চালক কার্তিক ও হেলপার শাহাবুল দগ্ধ হয়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে ও দগ্ধ চালক ও হেলপারকে টারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে ওসি জানিয়েছেন।


এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।