মির্জাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:১২ এএম, ২৭ আগস্ট ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পানিতে ডুবে জান্নাতারা (৮) ও ইয়াছিন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাইমহাটি আদালতপাড়ার লৌহজং নদীতে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে, উপজেলার বাইমহাটি আদালতপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে জান্নাতারা ও সাভারের আউকপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইয়াছিন।

জানা যায়, নিহত শিশু ইয়াছিন তার নানীর সঙ্গে মির্জাপুর পৌর এলাকার বাইমহাটি আদালতপাড়া গ্রামে ইসমাইল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত শিশু ইয়াছিনের বোন পুষ্প জানায়, সকালে তারা তিনজন মিলে বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিল। ছোট ভাই ইয়াছিনের জুতায় গোবর লাগলে লৌহজং নদীর পানিতে গোবর পরিষ্কার করতে যায় তারা। এ সময় তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পুষ্প কোন মতে কূলে উঠতে পারলেও  জান্নাতারা ও ইয়াছিন পানিতে ডুবে যায়।

পরে পুষ্প বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন এবং পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে দুই শিশুকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসাপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় নদী থেকে দুই শিশুকে করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।