চুয়াডাঙ্গায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ


প্রকাশিত: ১২:১১ পিএম, ২৪ আগস্ট ২০১৬

চুয়াডাঙ্গায় বিপুল সংখ্যক ভারতীয় শাড়িসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বিজিবি। আটক করা শাড়ির মূল্য এক কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে।

ঈদ ও পূজা উপলক্ষে ভারতীয় এসব শাড়ি অবৈধপথে সীমান্ত অতিক্রম করে চুয়াডাঙ্গা হয়ে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
 
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গা জেলার হাসাদহ বাজারের কাছে অবস্থান নেয়। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা অভিমুখে যাচ্ছিল কাভার্ডভ্যানটি।

বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানটি চ্যালেঞ্জ করলে ভ্যানে থাকা চালক ও হেলপার পালিয়ে যায়। পরে তারা কাভার্ডভ্যানটি জীবননগর বিওপিতে এনে তল্লাশি করেন।

এসময় ভ্যান থেকে ৫০টি বস্তায় দুই হাজার ১২৫টি শাড়ি পাওয়া যায়। যার মূল্য এক কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা। কাভার্ডভ্যানসহ আটক মালামালের মূল্য এক কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা।

সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।