কক্সবাজারে ছাত্রলীগ নেতাসহ ৩ জন অপহৃত


প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৩ আগস্ট ২০১৬

কক্সবাজার সদর ও রামু উপজেলার সীমান্ত ঈদগড়-ঈদগাঁও সড়কে ছাত্রলীগ নেতা, হেডম্যানসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে সড়কের ধুমছাকাটা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির রাশেদ (২৬), ২৮৩ নং আলীক্ষ্যং মৌজা হেডম্যানের মুহুরি হাবিবুর রহমান (৫৫) ও রামুর গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার নেজাম উদ্দিন (২৬)।

ঈদগড় পুলিশ ফাঁড়ির আইসি ফিরোজ আহমদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া হিললাইন পরিবহনের একটি বাস অরণ্যঘেরা ধুমছাকাটা নামক এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল গাড়ির গতিরোধ করে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয়। যাবার সময় অস্ত্রের মুখে ওই তিনজনকে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।

খবর পেয়ে রামু থানা, নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ও ঈদগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে অভিযানে নেমেছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।