মাদারীপুরে জঙ্গি সন্দেহে মাদরাসা পরিচালক আটক


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৩ আগস্ট ২০১৬

জঙ্গি সন্দেহে মাদারীপুর ক্যাডেট মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।

মাদারীপুর শহরের সরকারি নাজিমউদ্দিন কলেজের পূর্বপাশে ১নং শকুনী এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।

আটক মো. আনোয়ার হোসেন মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর নেছারিয়া দাখিল মাদরাসার সুপারিনটেডেন্ট। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের আবদুল কাদের মাতুব্বরের ছেলে।

জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, মো. আনোয়ার হোসেন ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি ইসলামিক ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী হারুণ-উর-রশিদের আস্থাভাজন হন। এ সুবাদে কাজী হারুণ-উর-রশিদ পরিচালিত মাদারীপুর ক্যাডেট মাদরাসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান তিনি।

মাদারীপুর ক্যাডেট মাদরাসাটির বোর্ড অনুমোদন নেই উল্লেখ করে গোয়েন্দা সূত্র জানায়, অনুমোদনবিহীন এ মাদরাসাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে জঙ্গি সংগঠন ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাই তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।