টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত


প্রকাশিত: ০২:৪৭ এএম, ২১ আগস্ট ২০১৬

টাঙ্গাইলের মধুপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের দুই যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের টেলকি বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম জানান, টাঙ্গাইল ডিবি পুলিশের টহলরত একটি দল টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের টেলকি বাজার এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামতে বলে। এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

`বন্দুকযুদ্ধ` শেষে ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি চাপাতি, বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত দুই যুবক সন্দেহভাজন জঙ্গি বলে ধারণা করছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।