জঙ্গি শুধু মাদরাসায় নয় বিশ্ববিদ্যালয়েও আছে


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৯ আগস্ট ২০১৬

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত বলেছেন, জঙ্গি শুধু মাদরাসায় নয়, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রয়েছে।

শুক্রবার সকালে নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পাবলিক হলে বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে আয়োজিত বাংলাদেশে মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি বিষয়ক সেমিনানের মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি এসব কথা বলেন।

ড. আবুল বারাকাত বলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারে না। সেদিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্য ভূমিকায় ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার। ১৯৭৩ সালে থেকে বঙ্গবন্ধু সরকারকে উৎখাত ও বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র চলে থাকে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনি মোস্তাকের অবৈধ সরকারকে হেনরি কিসিঞ্জার স্বীকৃতি দেয়।

তিনি আরো বলেন, ধর্মের নামে রাষ্ট্র ক্ষমতা দখল মৌলবাদীদের শেষ কথা নয়। বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থাকে চিরস্থায়ী করাই তাদের লক্ষ। বাংলাদেশে ধর্মভিত্তিক মৌলবাদ সৃষ্টি করেছে মূল ধারার অর্থনীতির মধ্যে আরেকটি অর্থনীতি। যার নামই মৌলবাদী অর্থনীতি।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক  ড. জামাল উদ্দিন,  স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যা, সেমিনার প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ।

মিজানুর রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।