বরিশাল বোর্ডে প্রথম পিরোজপুর


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৮ আগস্ট ২০১৬

এবার বরিশাল বোর্ডের আওতাধীন ৬টি জেলার মধ্যে পাসের হারে প্রথম হয়েছে পিরোজপুর জেলা। গত বছর তৃতীয় স্থান থেকে এবার প্রথম স্থানে উঠেছে পিরোজপুর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভোলা ও পটুয়াখালী। গত বছর ভোলা পঞ্চম এবং পটুয়াখালী ষষ্ঠ স্থানে ছিল।

পিরোজপুর জেলার ৪৭টি কলেজ থেকে এবার ৮ হাজার ৪৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩৬৭ জন। পাসের হার ৭৫ দশমিক ১৩ ভাগ। জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৮০ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভোলা জেলায় পাশের হার ৭৫ দশমিক ০৮ ভাগ। জেলার ৪৮টি কলেজ থেকে এবার ৭ হাজার ৯৯৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১ জন এবং জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।

৭৩ দশমিক ১৩ ভাগ পরীক্ষার্থী পাস করে পটুয়াখালী জেলা তৃতীয় স্থান অর্জন করেছে। পটুয়াখালী জেলার ৫৮টি কলেজ থেকে ১১ হাজার ৩২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ২৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।

গত বছর প্রথম স্থানে থাকা বরিশাল জেলা এবার চতুর্থ স্থানে নেমে এসেছে। জেলায় পাসের হার ৭০ দশমিক ৭০ ভাগ।  জিপিএ-৫ পেয়েছে ৪৬৮ জন। বরিশাল জেলার ৯৪টি কলেজ থেকে ২২ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৬৭৩ জন।

পঞ্চম ঝালকাঠী জেলায় ৫ হাজার ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ২৯০ জন। পাসের হার ৬৫ দশমিক ০১ ভাগ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

ষষ্ঠ বরগুনা জেলায় পাসের হার ৫৪ দশমিক ৩৯ ভাগ। এ জেলার ৩৭টি কলেজ থেকে ৬ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৫৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা যায়।

সাইফ আমীন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।