সাতক্ষীরায় বিজিবি মোতায়েন, আটক ৪০


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২১ জানুয়ারি ২০১৫

চলমান অবরোধে নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন মামলার ৪০ আসামীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে। অপরদিকে নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ দিকে ঢাকা ও খুলনা বিভাগে বিএনপির ডাকা হরতালে বুধবার সাতক্ষীরায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

তবে অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস, নসিমন, করিমন, পিকা-আপসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে জেলার কোথাও কোনো মিছিল মিটিং ও সমাবেশের খবর পাওয়া যায়নি।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বিএ


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।